Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৯-৮-২০২৪, সময়ঃ রাত ০৭:২৮

মা-মেয়ে ফিরতে চান পরিবারের কাছে

মা-মেয়ে ফিরতে চান পরিবারের কাছে

তিস্তা আকন্দ, সুন্দরগঞ্জ►

এক  বাক প্রতিবন্ধী (বোবা) নারী, তার তিন বছর বয়সের মেয়েকে নিয়ে ফিরতে চান পরিবারের কাছে। কিন্তু পথ ভুলে আটকা পড়ে গেছে সুন্দরগঞ্জ উপজেলা সর্বানন্দ ইউনিয়নের তালুক সর্বানন্দ গ্রামের আব্দুর বাজ্জাকের বাড়িতে। 

গত মঙ্গলবার থেকে ওই প্রতিবন্ধি মা ও তার মেয়ে অবস্থান করছেন সেখানে। দেশের এই সংকট মহুত্বে প্রশাসন ও জনপ্রতিনিধিদের আন্তরিক সহায়তার অভাবে আশ্রয়দাতা পরিবারটি প্রতিবন্ধি মা  ও মেয়েকে নিয়ে উভয় সংকটে পড়েছেন। 

আজ (শুক্রবার, ৯ আগস্ট) সরেজমিন তালুক সর্বানন্দ গ্রামে গিয়ে জানা গেছে, গত মঙ্গলবার বিকালে আব্দুর রাজ্জাকের বাড়ির পূর্বপাশে রাস্তার ধারে বাঁশঝাড়ের নিচে প্রতিবন্ধি মা, তার তিন বছর বয়সের মেয়েকে নিয়ে কান্না করছিল। সেই সময় ওই পথ দিয়ে আব্দুর রাজ্জাকের স্ত্রী কোহিনুর বেগম যাচ্ছিল। 

প্রতিবন্ধী ওই নারী কোহিনুর বেগমকে জড়িয়ে ধরে কান্না করে এবং ইশারার মাধ্যমে তার বাড়িতে আশ্রয় চায়। পরে আব্দুর রাজ্জাকের স্ত্রী কোহিনুর বেগম প্রতিবন্ধি মা ও তার মেয়েকে বাড়িতে নিয়ে যায়। প্রতিবন্ধি ওই নারীর আনুমানিক বয়স ২০ হতে ২২ বছর হতে পারে। স্বাস্থ্য বেশি ভাল না, গায়ের রং ফর্সা, নাকে নাকফুল রয়েছে, মুখে মেছতার দাগ রয়েছে, তার সাথে ছিল একটি চকলেট কালারের ভেনিটি ব্যাগ। ব্যাগে এক সেট পরনের জামা রয়েছে। 

সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অনুরোধে সর্বানন্দ ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ইতিমধ্যে প্রতিবন্ধি ওই নারীকে সহায়তা প্রদান করেছেন। যদিকোন ব্যক্তি প্রতিবন্ধি ওই নারীকে সনাক্ত করতে পারেন তাহলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাব অথবা মোবাইল নং ০১৭১৩৭৩১৭০৪, ০১৯৩৮২৮০৪৬৮তে যোগযোগ করার জন্য বিনীত ভাবে অনুরোধ করা হল। বিষয়টি অত্যন্ত মানবিক।   

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad