সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে রবি চন্দ্র দাস নামে এক জেলের (৫২) মৃত্যু হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বিশ্বাস হলদিয়া গ্রামের কন্নিপাড়া রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
রবি চন্দ্র উপজেলার রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ গ্রামের নরেন্দ্র চন্দ্র দাসের ছেলে।
জানা গেছে, মাছ ধরার জন্য রবি চন্দ্র দাস রেল লাইন পর হয়ে বামনডাঙ্গা যাচ্ছিলেন। এ সময় অসাবধানবসত লালমনিরহাট-সান্তাহারগামী লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বোনারপাড়া রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করেন।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল ইসলাম তালুকদার জানান, এ নিয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।