Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৪-৬-২০২৩, সময়ঃ রাত ০৮:০৪

মহিমাগঞ্জে পশুর হাটে অতিরিক্ত টোল নেয়ায় ভ্রাম্যমান আদালতে ৬০ হাজার টাকা জরিমানা আদায়

মহিমাগঞ্জে পশুর হাটে অতিরিক্ত টোল নেয়ায় ভ্রাম্যমান আদালতে ৬০ হাজার টাকা জরিমানা আদায়

মহিমাগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি ►

গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে হাটে পশু ক্রয়-বিক্রয়ে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে আদায়কারীর কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। শনিবার (২৪ জুন) বিকাল সাড়ে ৫টায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই আদায়কারীর কাছ থেকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেন গোবিন্দগঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এসএম আব্দুল্লাহ বিন শফিক।

জানা গেছে, হাটের কোন বৈধ ইজারাদার না থাকায় সরকারি ব্যবস্থাপনায় খাস আদায় পদ্ধতিতে হাটের চলতি বছরের কার্যক্রম চলছিলো। কিন্তু ইজারাদার নামধারী একটি গোষ্ঠি দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে অতিরিক্ত টোল আদায় করে আসছিলো। শনিবার ঈদ উপলক্ষে বসা পশুর হাটে সরকার নির্ধারিত দরের চেয়ে ৩ গুণ বেশি টোল নেয়ার অভিযোগ উঠলে গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাটে অভিযান চালানো হয়।

এ সময় গোবিন্দগঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এসএম আব্দুল্লাহ বিন শফিক অতিরিক্ত টোল আদায়ের সময় দুই আদায়কারীকে হাতেনাতে ধরে পেলেন। এ সময় ভ্রাম্যমান আদালত বসিয়ে একজনের কাছ থেকে ৪০ হাজার ও আরেকজনের কাছ থেকে ২০ হাজার মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এর পর তিনি হাটের মাইকে প্রতিটি গরুর জন্য সরকারি দর ৪০০টাকা ও খাসির জন্য ১৫০টাকার বেশি টোল না দিতে ক্রেতাদের প্রতি অনুরোধ করেন। 
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad