Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২১-৩-২০২৩, সময়ঃ রাত ০৭:০৬

ভেজাল খাদ্য বাজারজাত এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অতিরিক্ত  দাম আদায় করলে ব্যবস্থা নেবে গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন  

ভেজাল খাদ্য বাজারজাত এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অতিরিক্ত  দাম আদায় করলে ব্যবস্থা নেবে গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন  

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

ভেজাল খাদ্য বাজারজাত এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অতিরিক্ত দাম আদায় করলে তাৎক্ষণিত ব্যবস্থা নেবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জে বাজার মনিটারিং ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়ক মত বিনিময় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান।
 
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত  মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন, গাইবান্ধা জাতীয়  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সহকারী পরিচালক আব্দুস সালাম, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোপাল মোহন্ত, সাধারণ সম্পাদক রাসেল কবির, গোবিন্দগঞ্জ বণিক সমিতির সভাপতি নাজমুল ইসলাম প্রধান টুকু, সাধারণ সম্পাদক আকতার হোসেন জুয়েল, বিশিষ্ট ব্যবসায়ি বিমল কুমার সাহা বৈদ্য, গোবিন্দগঞ্জ হোটেল মালিক সমিতির সভাপতি আসিফ মাহমুদ প্রধান তমাল, দপ্তর সম্পাদক ফরিদুল ইসলাম প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad