Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৩-২-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:০৮

ভরা তিস্তা এখন মরা খাল, বেকার জেলে ও নৌ-শ্রমিকেরা

ভরা তিস্তা এখন মরা খাল, বেকার জেলে ও নৌ-শ্রমিকেরা

 এ মান্নান আকন্দ, সুন্দরগঞ্জ

এক সময়কার ভরা তিস্তা নদী মরা খালে পরিনত হয়েছে। তিস্তায় আর চলে না নৌকা মাছ নেই বললে চলে। সে কারনে নৌ- শ্রমিক এবং জেলে সম্প্রদায় বেকার হয়ে ভিন্ন পেশা বেচে নিয়েছে। তিস্তার বালুচর এখন আবাদী জমিতে পরিনত হয়েছে। তিস্তায় এখন বাহারী ফসলের সমারহে ভরে উঠেছে। 

উজান থেকে নেমে আসা ঢলে এবং পলি জমি ভরে উঠেছে তিস্তা নদী। গতিপথ পরিবর্তন হয়েছে অসংখ্য শাখানদী এবং নানায় পরিনত হয়েছ তিস্তা। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, চন্ডিপুর, শ্রীপুর ও কাপাসিা ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত রাক্ষুসী এবং খরস্রোতী তিস্তা নদী চাষযোগ্য হয়ে উঠেছে।

বেলকা চরের নৌকার মাঝি ফরমান আলী জানান, নৌকার ব্যবসা দিয়ে তার সংসার চলত। চারটি নৌকার মধ্যে এখন মাত্র একটি নৌকা তার। সেটিও বছরের ৩ মাস মুল নদীতে চলাচল করে। নদী ভরে উঠায় এখন আর নৌকা চলে না। সে কারনে মাঝি মাল্লারা বেকার হয়ে পড়েছে

তারাপুর চরের জেলে কমলা দাস জানান, নদীতে আর পানি থাকে না। সে কারনে নদীতে আর মাছ ধরার কোন সুযোগ নেই। এক যুগ ধরে আমরা জেলেরা তিস্তা নদীতে আর মাছ ধরতে পারি না। সে কারনে অনেকে বাজারে খামারিদের চাষকরা মাছের ব্যবসা করছে। আবার অনেকে রিস্কা, ভ্যান চালিয়ে সংসার চালাচ্ছে। জেলে ও নৌ-শ্রমিকরা এখন বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছে। অনেকে বাপ দাদার পেশা পরিবর্তন করে অন্য পেশা জড়িয়ে পড়েছে। 

তারাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, তিস্তা নদী এখন আবাদি জমিতে পরিনত হয়েছে। উজানের পলি জমে নদীর গতিপথ পরিবর্তন হয়ে অসংখ্য শাখা নদীতে রুপ নিয়েছে। সে কারনে চরবাসি পায়েঁ হেটে চলাচল করছে। বেকার হয়ে পড়েছে জেলে ও নৌ-শ্রমিকরা। নদী খনন ও ড্রেজিং এখন সময়ের দাবি। 

উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলাম  জানান, নদীর গতিপথ পরিবর্তন হয়ে গেছে। সে কারনে নৌ-চলাচল বন্ধ হয়ে পড়েছে। 

উপজেলা পরিষদ চেয়াম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আশরাফুল আলম সরকার জানান, তিনি নিজেও নদী পাড়ের মানুষ। তাঁর বাড়িও কয়েক দফা নদী ভাঙনের কবলে পড়েছে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত তিস্তা নদী সুন্দরগঞ্জ পয়েন্টে খনন ও ড্রেজিং করা হয়নি। সে কারনে জেলে সম্প্রদায় ও নৌ-শ্রমিকরা বেকার হয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad