নিজস্ব প্রতিবেদক ►
দেশমাতৃকার এবং বিশ্ব জননীর সকল জীবের শান্তি ও মঙ্গল কামনায় গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের খামার বোয়ালীর নামযজ্ঞ দাসপাড়া গ্রামে শ্রী শ্রী জগ মন্দিরে গত ১ জানুয়ারী থেকে ৫৬ প্রহর ব্যাপী নামযজ্ঞ শুরু হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই নামযজ্ঞ অনুষ্ঠান চলবে।
জগ মন্দিরের হরি বাসরের ভক্তবৃন্দ এই ৫৬ প্রহর ব্যাপী নামযজ্ঞের আয়োজন করেছে। ৫৬ প্রহর ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর। বিশেষ অতিথি ছিলেন বোয়ালী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সাবু, ইউপি সদস্য মো. সোহেল রানা, গণেশ চন্দ্র বর্মন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুকুমার চন্দ্র দাস ও লাল চন্দ্র দাস।
উল্লেখ্য, তারকব্রহ্ম শ্রী শ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তনে প্রতিদিন বিভিন্ন জেলা থেকে ভক্তবৃন্দরা অংশ নিচ্ছেন।