কুড়িগ্রাম প্রতিনিধি►
মাধ্যমিক শিক্ষার মানোন্নায়ন ও বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের এক দফা দাবীতে আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ থেকে দুপুর ২টা পর্যন্ত কুড়িগ্রাম পৌর অডিটরিয়ামে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ'র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে জেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার শিক্ষক অংশগ্রহণ করেন। সংগঠনের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাওছার আহমেদ।
এ সময় তিনি বলেন- আমরা শিক্ষক সমাজ জাতীয়করণের এক দফা দাবীতে মাঠে নেমেছি। বর্তমান সরকার বেসরকারী শিক্ষকদের ১২৫০০ টাকা বেতন, ১ হাজার টাকা বাড়ি ভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদাণ করেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে আমাদের এই পেশায় টিকে থাকা কষ্টকর। আমরা স্বল্প বেতনে সংসার চালাতে হিমশিম খাচ্ছি। তাই মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন করতে হলে শিক্ষা জাতীয়করণের বিকল্প নাই।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি আবুল কাশেম, রংপুর জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, কুড়িগ্রাম জেলা সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ফারুক, সদর উপজেলা সভাপতি গোলজার হোসেন, সাধারণ সম্পাদক রিপন আহমেদ রনি প্রমুখ।