Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১০-৬-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৫৮

বীরগঞ্জে দাবদাহ থেকে মুক্তি ও বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

বীরগঞ্জে দাবদাহ থেকে মুক্তি ও বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

দিনাজপুর প্রতিনিধি ► 

দিনাজপুরের বীরগঞ্জে  তীব্র গরম থেকে মুক্তি ও বৃষ্টির আশায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিশেষ সালাতুল ইস্তেসকার নামাজ ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে দশটার সময় বীরগঞ্জ উপাজেলা আওয়ামীলীগের সভাপিত ও বীরগঞ্জ কেন্দ্রীয় মসজিদের সভাপতি আলহাজ্ব মো: জাকারিয়া জাকা এর আয়োজনে ইস্তেসকার নামাজ অনুষ্টিত হয়।

বীরগঞ্জ শান্তিবাগ জামে মসজিদের খতিব মো: খাদেমুল ইসলাম নামাজে ইমামতি করেন। এতে শতাধিক স্থানীয় মুসল্লি অংশগ্রহণ করেন। কয়েকদিনের তীব্র রোদ আর ভ্যাবসা গরমে অস্থির জন-জীবন। বৃষ্টি না হওয়া স্বস্তির নি:শ্বাস নিতে পারছেন না সাধারণ মানুষ। এই গরমে দেখা দিয়েছে খড়তা। বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে জমির ফসল। অপর দিকে নষ্ট হচ্ছে গাছের ফল। কিছু অঞ্চলে পানির স্তর নেমে যাওয়ায় টিউবওয়েল থেকে ঠিকমত উঠছে না পানি।

আলহাজ্ব জাকারিয়া জাকা বলেন, ‘বর্তমানে বাংলাদেশে অনাবৃষ্টি ও তীব্র দাবদাহের কারনে জন-জীবন কষ্টকর হয়ে দাড়িয়েছে। পশু-পাখী, গাছ-পালা সহ সকলের জন্য অত্যন্ত পানি প্রয়োজন হওয়া আমরা এলাকার মুসল্লিরা মিলে সালাতুর ইস্তেসকার নামাজের আয়োজন করি।’

রফিকুল ইসলাম বলেন, ‘আমরা এলাকাবাসী একত্রিত হয়ে খোলা ময়দানে ইস্তেসকার নামাজ আদায় করেছি। অনাবৃষ্টির ফলে তীব্র গরমের কারণে শিশু, বৃদ্ধ, পশুপাখি সকলে কষ্টে জীবনযাপন করছে। গরমের কারণে বাচ্চারা পড়ালেখায় মন বসাতে পারছে না। বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছেন।’ হাফেজ মো: জাহেদুল ইসলাম বলেন, ‘রাসূল (সাঃ) অনাবৃষ্টি ও দূর্ভিক্ষের জন্য সাহাবীদের নিয়ে খোলা ময়দানে ইস্তেসকার সালাত আদায় করেছিলেন। নবী রাসূলের সুন্নাত কে আকড়ে ধরার জন্য বর্তমান বাংলাদেশে অনাবৃষ্টি দেখা দিয়েছে। আমরা খোলা মাঠে সালাতুল ইস্তেসকা নামাজ আদায় করেছি।’

সালাতুল ইস্তেসকার নামাজ ও বিশেষ মোনাজাতে উপস্থিত ছিলেন নব নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম মিয়া, বীরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপিত মাহাবুবুর রহমান আঙ্গুর ও পৌরসভা সহ অন্যান্য এলাকার সকল মুসল্লিগণ।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad