Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৪-১১-২০২৩, সময়ঃ রাত ০৭:৪৫

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভা

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে গাইবান্ধা ডায়াবেটিক সমিতির উদ্যোগে সংগঠনটির নিজস্ব কার্যালয়ের মিলনায়তনে ‘ডায়াবেটিসের ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন’ প্রতিপাদ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা ডায়াবেটিক সমিতির সভাপতি গোবিন্দলাল দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সিনিয়র মেডিকেল অফিসার ডা. প্রদীপ কর্মকার, সমিতির সিনিয়র সহ-সভাপতি ডা. শহিদুজ্জামান হারুন, জিল্লুর রহমান, কাজী মকবুল হোসেন মুকুল, যুগ্ম সম্পাদক প্রতাপ ঘোষ, সাইদুর রহমান বাবু, আব্দুল লতিফ হক্কানী, আবেদুর রহমান স্বপন, মো. নুরুজ্জামান সরকার, মোস্তাফিজুর রহমান মোস্তা, কাজী হামিদুল হক, সুবোধ কুমার সাহা প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, ডায়াবেটিসের সমস্যায় আগেই রাশ টানার পাশাপাশি জীবনযাত্রায় খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনতে হবে। ধূমপান এবং মদ্যপান বর্জন করা, নিয়মিত সুগারের লেভেল পরীক্ষা করা, নিয়ম মেনে ওষুধ খাওয়া এবং সারাদিনে অন্তত ঘণ্টাখানেক সময় হাঁটার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। অনুষ্ঠানে ডাক্তারদের ডায়াবেটিস রোগের বিভিন্ন জটিল বিষয় তুলে ধরে প্রশ্ন করেন অনেকে এবং ডাক্তাররা তার জবাব দেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad