রংপুর সংবাদদাতা►
এখন পর্যন্ত বিরোধী দল হওয়ার ক্ষেত্রে কোনো সিগন্যাল পাননি উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য জিএম কাদের বলেছেন, ‘আমরা এখন পর্যন্ত কিছুই জানতে পারিনি। তবে আশা করছি সংসদ অধিবেশন শুরুর আগেই স্পিকারের কাছ থেকে আমরা একটা মতামত পাব হয়তো।’
আজ শনিবার (২০ জানুয়ারি) বিকেলে রংপুর মহানগরীর পৈতৃক নিবাস স্কাইভিউতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি।
এ সময় জিএম কাদের বলেন, ‘বিরোধী দল বিষয়ে জাতীয় পার্টির সংসদীয় দলের রেজুলেশনের সিদ্ধান্ত স্পিকারের কাছে পাঠানো হয়েছে, আশা করি সংসদ বসার আগেই আইন অনুযায়ী জাতীয় পার্টি বিরোধী দল করা হবে।’
এর আগে, ঢাকা থেকে ৫ দিনের সফরে রংপুরে এসে পল্লী নিবাসে দলটির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মাজার জিয়ারত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন– জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আলাউদ্দিন মিয়া ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার যুগ্ম আহ্বায়ক মো. শাফিউর রহমান শাফি, কেন্দ্রীয় সদস্য ও রংপুর মহানগরের সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, সহ-সভাপতি জাহেদুল ইসলাম, জাতীয় যুব সংহতি রংপুর জেলার সভাপতি হাসানুজ্জামান নাজিম, সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মাসুদ মাসুদ নবী মুন্না প্রমুখ।