সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি►
সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে শুয়ে-বসে টিকেট কাটা সেই টিকিট কাউন্টার পরিবর্তন করা হয়েছে। রবিবার (১৩ আগস্ট) বিকেলে স্টেশন মাস্টারের কক্ষের দুইটি দরজার একটি দরজা বন্ধ করে দাঁড়িয়ে টিকেট কাটার মতো পরিবেশ সৃষ্টি করে একটি টিকিট কাউন্টার চালু করেছে কর্তৃপক্ষ। এখন আর যাত্রী সাধারণকে কষ্ট করে শুয়ে-বসে টিকেট কাটতে হচ্ছে না।
জানা গেছে, স্থানীয় সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর প্রচেষ্টায় বামনডাঙ্গা রেল ষ্ট্রেশনের মোছাফিরখানাসহ প্লাটফরমটি আধুনিক মানের করে গড়ে তোলায় টিকিট কাউন্টারটি নিচে পড়ে যায়। সে কারনে দীর্ঘদিন হতে যাত্রী সাধারন কষ্ট করে হামাগুড়ি দিয়ে, শুয়ে এবং বসে টিকিট কাটত। গত এক সপ্তাহ হতে বিষয়টি বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় আপাতত সেই টিকিট কাউন্টারটি পরিবর্তন করা হয়।
স্থানীয় হাবিবুর রহমান হাবিব জানান, রেল ষ্ট্রেশনের কাজ হওয়ায় টিকিট কাউন্টারটি নিচে পড়ে যায়। সে কারনে যাত্রীরা কষ্ট করে টিকিট কাটত। বিষয়টি নিয়ে যোগাযোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বর্তমানে সেটি পরিবর্তন করা হয়েছে। এখন আর যাত্রীদের কষ্ট হয় না।
যাত্রী শাহজান মিয়া জানান, এর আগে বসে টিকিট কাটতাম। খুব বেশি কষ্ট হয়নি। এখন দাড়িয়ে টিকিট কাটার ব্যবস্থা করা হয়েছে। তবে ষ্ট্রেশনটি এখন আধুনিক মানের হয়েছে।
বামনডাঙ্গা রেল ষ্ট্র্রেশন মাস্টার হাইউল মিয়া জানান, রেল ষ্ট্রেশন, মোছাফিরখানাসহ প্লাটফরমটি আধুনিক মানের হওয়ায় টিকিট কাউন্টারটি নিচে পড়ে যায়। সে কারনে যাত্রী সাধারনকে বসে টিকিট কাটতে হত। এটি বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় উদ্ধতর্ন কর্তৃপক্ষের নির্দেশক্রমে ষ্ট্রেশন মাস্টারের কক্ষের দুটি দরজার একটি দরজা বন্ধ করে দাঁড়িয়ে টিকিট কাটার মত পরিবেশ সৃষ্টি করা হয়েছে। টিকিট কাউন্টারসহ ষ্ট্রেশন মাষ্টারের ভবন নির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।