Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৬-১১-২০২৩, সময়ঃ সকাল ১০:৪৪

বামজোটের ডাকা হরতালের সমর্থনে গাইবান্ধায় মিছিল

বামজোটের ডাকা হরতালের সমর্থনে গাইবান্ধায় মিছিল

নিজস্ব প্রতিবেদক►
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধাবেলা হরতালের সমর্থনে গাইবান্ধায় মিছিল হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শহরের ১নং রেলগেট থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ১নং রেলগেটে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাম গণতান্ত্রিক জোটের গাইবান্ধার সমন্বয়ক মুরাদ জামান রব্বানীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলার আহ্বায়ক আহসানুল হাবিব সাঈদ, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক রেবতি বর্মন, বাসদের জেলা আহবায়ক গোলাম রব্বানী, সিপিবির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদের জেলা সদস্য সচিব সুকুমার মোদক, বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা শাখার সদস্য নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।

বক্তারা বলেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচনের জনদাবি উপেক্ষা করে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করছে। এটা গ্রহণযোগ্য নয়। আমরা এর প্রতিবাদে হরতাল পালন করছি। এ আন্দোলন বেগবান করতে সবাইকে আহ্বান জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad