নিজস্ব প্রতবিদেক ►
বন্যায় আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গাইবান্ধার সাদুল্লাপুরে অনুষ্ঠিত হয়েছে। এতে ৪৮ জন জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীসহ অন্যান্য পেশার মানুষ অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার (১৮ মে) উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে প্রভাতী নামের প্রকল্প।
এসময় প্রান হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মিজানুর রহমান ও বিশেষ অতিথি প্রকল্প সমন্বয়ক নিতাই চন্দ্র দে সরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোকসানা বেগমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল ইসলাম প্রমুখ।
এ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন, উপপ্রকল্প সমন্বয়ক প্রবীর কুমার দাস, ম্যানেজার ফখরুল আরেফিন, জিআইএস স্পেশালিষ্ট আসিফ মাহমুদ অনিক, ফিল্ড কো-অর্ডিনেটর সাইদুর রহমান খান ও ফিল্ড ফ্যাসিলিটর জায়েদ হোসেন। প্রশিক্ষণে দুর্যোগ বিষয়ক প্রাথমিক ধারণা, দুর্যোগ ব্যবস্থাপনা ও মোকাবিলা কৌশল, সহনশীলতা, আবহাওয়ার পুর্বাভাস এবং সতর্কীকরণ ব্যবস্থাসহ নানা বিষয়ে ধারণা দেওয়া হয়।