Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৮-২-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৪৯

ফুলবাড়ী ডিগ্রী কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপনের লক্ষ‍্যে নিবন্ধন কার্যক্রম উদ্বোধন

ফুলবাড়ী ডিগ্রী কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপনের লক্ষ‍্যে নিবন্ধন কার্যক্রম উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি ►

কুড়িগ্রামের ঐতিহ‍্যবাহী বিদ‍্যাপীঠ ফুলবাড়ী ডিগ্রী কলেজের ৫০ বছরপূর্তিতে সুবর্ণ জয়ন্তী উদযাপনের লক্ষ‍্যে ৮ ফেব্রুয়ারি বুধবার দুপুর আড়াইটায় নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

কলেজ গভর্ণিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান মাস্টারের সভাপতিত্বে কলেজ চত্বরে আনুষ্ঠানিক ভাবে নিবন্ধন মোড়ক উন্মোচনের মাধ‍্যমে নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়েছে।

সভায় স্বাগত বক্তব‍্য রাখেন অধ‍্যক্ষ আমিনুল ইসলাম রিজু। আরও বক্তব‍্য রাখেন উদযাপন কমিটির সদস‍্য সচিব জছি মিঞা সরকারি উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী।

দোয়া পরিচালনা করেন কলেজটির অন‍্যতম প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আমির আলী মিয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম‍্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, ভাইস চেয়ারম‍্যান আব্দুল লতিফ, মহিলা ভাইস চেয়ারম‍্যান জান্নাতি বেগম, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর, শাহজাহান মিয়া বাদশা, নুরুল হুদা দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাধরণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম‍্যান আনছার আলী মিয়া, ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম‍্যান হারুন অর রশিদ, শিমুলবাড়ী ইউনিয়ন চেয়ারম‍্যান শরীফুল আলম সোহেল, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল, জাসদ নেতা সাবেক চেয়ারম‍্যান ইসমাইল হোসেন বাদল, সাবেক ছাত্রদল ও যুবদলের সভাপতি শামসুজ্জামান হাসুসহ প্রাক্তন শিক্ষার্থী, সুধিজন, কলেজ গভর্ণিং বডির সকল সদস‍্য, শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিকগণ।

শিক্ষার্থী ও অতিথি নিবন্ধন কার্যক্রম ২৫ মার্চ পর্যন্ত চলবে। এপ্রিল মাসের শেষ সপ্তাহে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানটি আয়োজন করা হবে বলে জানান উদযাপন কমিটির আহ্বায়ক।

কলেজটির প্রাক্তন ৫০ হাজারের অধিক শিক্ষার্থীসহ বর্তমান শিক্ষার্থী ও অতিথি সুধীগণকে দ্রুত রেজিস্ট্রেশন করার আহ্বান করে উদযাপন কমিটি। সবশেষে কলেজের প্রাক্তণ শিক্ষার্থী আশরাফ ভান্ডারী, পলাশসহ শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad