Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৭-৭-২০২৩, সময়ঃ বিকাল ০৩:২০

ফুলবাড়ীতে ৪১ বোতল ফেন্সিগ্রীপসহ মাদক কারবারি আটক

ফুলবাড়ীতে ৪১ বোতল ফেন্সিগ্রীপসহ মাদক কারবারি আটক

ফুলবাড়ী প্রতিনিধি ►

দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশ গত বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর ২টার দিকে অভিযান চালিয়ে ৪১ বোতল ফেন্সিগ্রীপ জব্দসহ হাফিজুর রহমান হাফিজ (৩৩) নামের মাদক কারবারিকে আটক করেছে। আটক মাদক কারবারি হাফিজুর রহমান হাফিজ ফুলবাড়ী উপজেলার এলুয়ারি ইউনিয়নের ঊষাহার (খিয়ারপাড়া) গ্রামের মো. আফিজ উদ্দিনের ছেলে। 

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে এএসআই গোলাম রব্বানীসহ একদল পুলিশ সদস্য গত বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার এলুয়ারি ইউনিয়নের সীমান্তবর্তী জলপাইতলী-আমবাড়ী বাজার সড়কের জাহিদ স্টোরের সামনের রাস্তায় একটি যাত্রীবাহী অটো চার্জর গাড়ি থামানোর সংকেত দেওয়া হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িতে অবস্থানকারী যাত্রী হাফিজুর রহমান হাফিজ (৩৩) তার সঙ্গে থাকা নিল রঙের ব্যাগ সড়কে ফেলে দিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করেন।

কিন্তু পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করে আটক করে। এ সময় নিল রঙের ব্যাগ তল্লাশী চালিয়ে ৪১ বোতল ফেন্সিগ্রীপ নামের মাদকদ্রব্য জব্দ করা হয়। প্রতিটি বোতলের গায়ে লাগানো কাগজের লেবেলে ইংরেজিতে PHENSEGRIP CHLORPHENIRAMINF Maleate & Codeine Phosphate Cough Linctus 100ml সহ বিবিধ লেখা রয়েছে। প্রত্যেকটি বোতলের মূল্য দেড় হাজার টাকা। এতে ৪১ বোতলের মূল্য ৬১ হাজার ৫০০ টাকা।   

এসআই আরিফুল ইসলাম বাদী হয়ে একই দিন বিকেল সাড়ে ৫ টায় ফুলবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১৪ (খ) ধারা অনুযায়ী মামলা রুজু করেন। যার মামলা নং ২। 

মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই মো. বদিউজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক কারবারি হাফিজুর রহমান হাফিস্বীকার করেছে সে দীর্ঘদিন থেকে ভারতীয় ফেন্সিগ্রীপসহ অন্যান্য মাদক দ্রব্য বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।

থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। ধৃত মাদক কারবারী হাফিজুর রহমান হাফিজের বিরুদ্ধে ইতোপূবে জেলার ফুলবাড়ী, চিরিরবন্দর, ঘোড়াঘাটসহ বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। মামলাগুলোর কয়েকটি চার্জসিট হওয়ায় সেগুলো আদালতে বিচারাধিন রয়েছে। ধৃত মাদক কারবারিকে  শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad