Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৩-২-২০২৪, সময়ঃ বিকাল ০৪:৪০

ফুলবাড়ীতে রাইস ট্রান্সপ্লান্টারে ধানের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

ফুলবাড়ীতে রাইস ট্রান্সপ্লান্টারে ধানের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২৩-২৪ রবি/২০২৩-২০২৪ মৌসূমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে বোরো ধানের হাইব্রিড জাতের সমলয় চাষবাদের নিমিত্তে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র দ্বারা ধানের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) বেলা১২টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজপুর ব্লকে জমিতে ধানের চারা রোপণের উদ্বোধন করা হয়। 

কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন। উদ্বোধনের আগে খলিলুর রহমানের  সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার সংগীতা সরকার, সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার রায়হান, উপসহকারী কৃষি কর্মকর্তা জাকারিয়া আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা  রতন চন্দ্র রায়, উপজেলা  প্রেসক্লাবের সভাপতি মাহাবুব হোসেন লিটু প্রমূখ। 

আলোচনা সভায় এলাকার শতাধিক কৃষক -কৃষাণী ও গন্যমান্য ব্যক্তিউপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বলেন, ধানের আবাদে খরচ বাড়ার কারণে কৃষকেরা লাভবান হতে পারছেন না। শ্রমিক সংকট, মজুরি বেশি ও অতিরিক্ত খরচেরকারণে ধান চাষবাদে কৃষকরা আগ্রহ হারিয়ে ফেলছেন সেজন্য কৃষিবান্ধব সরকার স্মার্ট কৃষি বাস্তবায়নে কৃষি সেক্টর যান্ত্রিকীকরণের উদ্যেগ নিয়েছেন।

সরকার ভর্তুকির মাধ্যমে কৃষকদের ধানের চারা রোপণের জন্য রাইস ট্রান্সপ্লান্টরের মাধ্যমে ধানের চারা রোপণ ও ধান কাটারজন্য কম্বাইন হারভেস্টার মেশিনসহ কৃষকের মাঝে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করছেন।

তিনি আরো বলেন, একটি রাইস ট্রান্সপ্লান্টার মেশিন প্রতিদিন ২০ থেকে ২৫বিঘা পর্যন্ত জমিতে ধান রোপন করতে পারে। রাইস ট্রান্সপ্লান্টার মেশিনে ধান রোপণের ফলে কৃষকদের খরচ অনেকটাই কমে আসবে।

কৃষদের উৎসাহিত করতে উপজেলা কৃষি অফিস রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপণে কৃষকদের সহায়তা ও পরামর্শ দিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad