Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২০-৬-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৪৬

ফুলবাড়ীতে পরিবেশ দূষণের প্রতিবাদে প্রাণ কোম্পানির বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

ফুলবাড়ীতে পরিবেশ দূষণের প্রতিবাদে প্রাণ কোম্পানির বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি ►

দিনাজপুর ফুলবাড়ীতে পরিবেশ দূষণের প্রতিবাদে প্রাণ কোম্পানির বিরুদ্ধে ৫ গ্রামবাসীর মানববন্ধন কর্মসুচি পালন করেছেন। আজ  মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী উপজেলা আলাদীপুর ইউপির রাঙ্গামাটি গ্রামে প্রাণ কোম্পানির বঙ্গ মিলস্ লিঃ এর প্রধান ফটক এর সামনে পরিবেশ দূষনের প্রতিবাদে ৫টি গ্রামে বসবাসকারী প্রায় আড়াই হাজার নারী পুরুষের ঘন্টা ব্যাপি মানববন্ধন ও বিক্ষেভ সমাবেশ করেছেন । 

মানববন্ধনে নেতৃত্ব দেন  আলাদীপুর গ্রামের মোঃ সাদ্দাম হোসেন, মোঃ বাবু হোসেন, মোঃ জনি তালুকদার, মোছাঃ মিনারা বেগম, মোছাঃ আরিফা বেগম, মোছাঃ রেখা বেগম সহ আরও আনেকে। 

মানববন্ধনে বক্তরা বলেন “প্রাণ কোম্পানীর চিমনি দিয়ে নির্গত ছাই ও বজ্য পানির দূর্গন্ধের কারণে শ্বাসকষ্ট ও বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে গ্রামবাসীরা। প্রান কোম্পানীর নির্গত ছাই বাতাসে উড়ে বিভিন্ন স্থানে পড়ে স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে ও বজ্য পানির দূর্গন্ধ অতি বিলম্বে বন্ধ করতে হবে। 

তারা আরও বলেন, গ্রামের ছোট ছোট স্কুলগামী ছেলে মেয়েদের চোখে ছাই পড়ে চোখের বিভিন্ন সমস্যা হচ্ছে। বাড়ীর খাবার, কাপড়, আসবাবপত্র ও তিন ফসলী জমি ছাই এর কারণে নষ্ট হচ্ছে। গাছ পালায় কোন ফল হচ্ছে না। চলতি বছর কোম্পানির ছাই এর আগুনে একটি শিশু পড়ে গিয়ে মারা যান। পরিবেশ দূষনের বিষয়ে দীর্ঘ দিন ধরে কোম্পানি কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করলেও কোন পদক্ষেপ গ্রহণ করেননি তারা। এ বিষয়ে গ্রামবাসীরা উপজেলা নির্বাহী অফিসার বরারবর ও উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। 

মানববন্ধনের বিষয়ে রাঙ্গামাটি প্রাণ বঙ্গ মিলস্ লিঃ এর এর জেনারেল ম্যানেজার মোঃ জাকির হোসেন এর সাথে কথা বললে তিনি জানান, যারা এই মানববন্ধন করছে তারা ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহীত করার জন্য এই মানববন্ধন করেছেন। 
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad