কুড়িগ্রাম প্রতিনিধি►
স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার জাতীয় যুব দিবস পালন করেছে ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় একটি বর্ণাঢ্য রেলি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়। সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা শেষে প্রশিক্ষণ উদ্বোধন, যুব ঋণের চেক বিতরণ, সনদপত্র বিতরণ এবং যুব সংগঠক ও যুব উদ্যোক্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ললিত মোহন রায়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন কান্তি সাহা, ভেটেরিনারী সার্জন ডাঃ মওদুদ হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির সিএনবি প্রজেক্টের টেকনিক্যাল অফিসার রাধা রানী রায়, সফল নারী উদ্যোক্তা নাওডাঙ্গা ইউনিয়নের খন্দকার পাড়ার শামীমা আক্তার পারুল, ফুলবাড়ী যুব মানবসেবা সংগঠনের সভাপতি জাহিদ হাসান নয়ন, শিমুলবাড়ী বোর্ডেরহাটের জেসমিন নাহার, সফল উদ্যোক্তা শিমুলবাড়ীর রফিকুল ইসলাম প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, বিআরডিবি কর্মকর্তা উম্মে কুলছুম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞা, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন যুব সমিতির সদস্যগণ।