Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৩-৯-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৫৩

ফুলছড়ির শ্রেষ্ঠ এসএমসি সভাপতি সোহেল রানা

ফুলছড়ির শ্রেষ্ঠ এসএমসি সভাপতি সোহেল রানা

ফুলছড়ি প্রতিনিধি►

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পদক ২০২৩ উপলক্ষে শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটির সভাপতি ক্যাটাগরিতে ফুলছড়ি উপজেলার শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কঞ্চিপাড়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা শালু।

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পদক ২০২৩ এর উপজেলা কমিটির সভাপতি মো. আনিসুর রহমান ও সদস্য সচিব বেলাল হোসেন স্বাক্ষরিত একপত্রে বিষয়টি জানা যায়।

বিদ্যালয় শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী জানায়, ‘সোহেল রানা শালু কঞ্চিপাড়া ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নসহ বিদ্যালয়টির সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার এই অর্জনে আমরা খুবই গর্বিত ও আনন্দিত। বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের লেখাপড়ার উন্নয়নে তার ভূমিকা প্রশংসার দাবি রাখে।'

এ বিষয়ে শ্রেষ্ঠ এসএমসির সভাপতি সোহেল রানা শালু বলেন, ‘আগামী দিনে কঞ্চিপাড়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখে বিদ্যালয়ে লেখাপড়ার মান উন্নয়নে কাজ করে যাব। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন তিনি।'

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad