ভবতোষ রায় মনা ►
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩-এ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের প্রধান, শ্রেণি শিক্ষক, শিক্ষার্থী ও স্কাউটসহ ১৬ জন শ্রেষ্ঠ হয়েছেন ফুলছড়ি উপজেলা পর্যায়ে। এছাড়া বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে ৫৩ জন শিক্ষার্থী বিজয়ী হয়েছেন। উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মনিরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ক্যাটাগরিতে নির্বাচিত হন ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কঞ্চিপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়, ফুলছড়ি সিনিয়র আলিম মাদরাসা।
ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কুমার বর্মন, চন্দিয়া মহিলা কলেজের অধ্যক্ষ মোধ মোসাদ্দেকুল হক, ফুলছড়ি সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ সিরাজুল ইসলাম আকন্দ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হন।
এছাড়া শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হন ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আইসিটি সহকারি শিক্ষক শাহ্ বোরহান উদ্দিন ও ফুলছড়ি সিনিয়র আলিম মাদরাসার প্রভাষক মো: আতাউর রহমান।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী ক্যাটাগরিতে নির্বাচিত ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ১০ম শ্রেণির মো: পিয়াল হাসান হিমেল, বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের মো: মেহেদী হাসান ও ফুলছড়ি সিনিয়র আলিম মাদরাসার মো: আরিফুল ইসলাম।
কঞ্চিপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের মো: জসীম উদ্দিন শ্রেষ্ঠ রোভার নির্বাচিত হন। এছাড়া কঞ্চিপাড়া এম,এ,ইউ একাডেমির মো: জান্নাতুল করিম শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক, ছালুয়া ফজলে রাব্বী বালিখা উচ্চ বিদ্যালয়ের মোছা: শামীমা আক্তার শ্রেষ্ঠ গার্লস গাইড শিক্ষক, ফুলছড়ি সিনিয়র আলিম মাদ্রাসার ধীরেশ চন্দ্র চক্রবর্ত্তী শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হয়েছেন। ফুলছড়ি সিনিয়র আলিম মাদ্রাসা শ্রেষ্ঠ রোভার গ্রুপ হিসেবে নির্বাচিত হয়েছেন।
উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সৈয়দ মনিরুল হাসান বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ ফুলছড়ির বিভিন্ন স্কুল, কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শ্রেণি শিক্ষক, শিক্ষার্থী ও স্কাউট ১৬ জন উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। এছাড়া বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে ৫৩ জন শিক্ষার্থী বিজয়ী হয়েছেন। আনুষ্ঠানিকভাবে কিছুদিনের মধ্যে বিজয়ীদের পুরষ্কৃত করা হবে।