ফুলছড়ি প্রতিনিধি ►
আজ২৫শে মার্চ গণহত্যা দিবস ১৯৭১ সালের এই দিনে ঘুমন্ত নিরস্ত্র বাঙ্গালীদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছিল তৎকালীন পাক হানাদার বাহিনী। সেই উপলক্ষে ফুলছড়ি উপজেলা প্রশাসন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকল শহীদদের স্মরণে উপজেলার স্মৃতিসৌধে পুষ্পস্তক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ, অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি মোঃ আলাউদ্দিন, ফুলছড়ি থানা অফিসার ইনচার্জ ওসি কাওসার আলী, জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য এডভোকেট নুরুল আমিন, ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকনসহ সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।