Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-৮-২০২৩, সময়ঃ রাত ০৭:৩৩

ফুলছড়িতে বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী আটক

ফুলছড়িতে বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক►

ফুলছড়িতে ১০ বোতল বিদেশি মদসহ উজ্জল মিয়া (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আজ শনিবার (১৯ আগস্ট) র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটককৃত উজ্জল মিয়া ফুলছড়ি উপজেলার ঘোলদাহ এলাকার সাজু মিয়ার ছেলে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার (১৯ আগস্ট) বেলা ১২টার দিকে ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-১৩ গাইবান্ধার একটি দল। এ সময় ১০ বোতল বিদেশি মদসহ উজ্জল মিয়াকে আটক করা হয়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী চক্রের সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। উক্ত ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। আসামীকে ফুলছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad