Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৭-৭-২০২৩, সময়ঃ সকাল ১০:৫৩

ফুলছড়িতে বিদেশি মদসহ দুই যুবক আটক

ফুলছড়িতে বিদেশি মদসহ দুই যুবক আটক

নিজস্ব প্রতিবদেক►

ফুলছড়িতে বিদেশি মদসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব। সোমবার (১৭ জুলাই) সকালে র‌্যাব-১৩, গাইবান্ধার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

আটককৃত ওই দুই যুবক হচ্ছেন- গাইবান্ধা সদর উপজেলার খামারবাড়ী (হাজীপাড়া) এলাকার সাহাদুল মিয়ার ছেলে কাউছার ইসলাম ওরফে ডন (২৩) এবং একই উপজেলার নশরৎপুর এলাকার হাফিজার রহমানের ছেলে মশিউর রহমান (২৩)।

র‌্যাব জানায়, রবিবার (১৬ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল ফুলছড়ি উপজেলার বালাশীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিদেশি মদসহ ওই যুবককে আটক করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত ওই যুবক দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তাদের ফুলছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক ব্যবসার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে বলেও  প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad