ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি ►
গাইবান্ধার ফুলছড়িতে ব্যাক টু স্কুল ক্যাম্পেইনের অংশ হিসেবে বাল্যবিবাহ প্রতিরোধ এবং করোনাকালীন ঝরেপড়া শিক্ষার্থীদের শিক্ষার ধারাবাহিকতা ধরে রাখার জন্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২জুন) সকালে বেসরকারি সংস্থা ছিন্নমূল মহিলা সমিতি ও গণসাক্ষরতা অভিযান এর আয়োজনে মালালা ফান্ডের সহযোগিতায় উপজেলার গুনভরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহনে এ উপলক্ষে একটি র্যালী স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয় কক্ষে বাল্যবিবাহ প্রতিরোধ ও করোনাকালীন ঝরেপড়া শিক্ষার্থীদের শিক্ষার ধারাবাহিকতা ধরে রাখার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গুনভরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতলুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, ছিন্নমূল মহিলা সমিতি সহকারী পরিচালক এবিএম মাসুদুন্নবী লিপন, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, ছিন্নমূল মহিলা সমিতি প্রোগ্রাম অফিসার মোস্তাফিজুর রহমান, আহসান করিম তিতু সহ কয়েকজন শিক্ষার্থী।