ফুলছড়ি প্রতিনিধি ►
গাইবান্ধার ফুলছড়িতে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা।
শুক্রবার (২৩ শে জুন) সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ।
এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুজা, ফজলুপুর ইউপি চেয়ারম্যান আনসার আলী মন্ডল, কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালু, উদাখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহদী হাসান পলাশ, গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শেখ, কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম, উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক হইবর রহমান হবু, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, ফুল মিয়া, আব্দুল মালেক প্রমুখ। পরে নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।