Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৬-৩-২০২৩, সময়ঃ বিকাল ০৪:২১

ফুলছড়ির ছালুয়া ফজলে রাব্বী বালিকা বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফুলছড়ির ছালুয়া ফজলে রাব্বী বালিকা বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফুলছড়ি প্রতিনিধি ►

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও ২০২৩ সালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে প্রতিষ্ঠান চত্বরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বি বুবলি'র সভাপতিত্বে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি.এম সেলিম পারভেজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান,  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অশ্বনী কুমার বর্মন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুজা, উপজেলা একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী, ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা বেগম, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য গোলাম হোসেন কদ্দুছ, মাহাবুর রহমান, এটিএম রাকিবুর রহমান সুমন প্রমুখ।

পরে ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয় এবং  ২০২৩ সালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া করা হয়। শেষে একই স্থানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad