ফুলছড়ি প্রতিনিধি►
ফুলছড়ি উপজেলায় সাসটেইন্ড অপরচুনিটিস ফর নিউট্রিশন গভর্নেন্স (সঙ্গ) প্রকল্পের উদ্যোগে হরাইজান্টাল লার্নিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে ফুলছড়ি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার জহিরুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, উপসহকারী প্রকৌশলী ডিপিএইসই ইউনুস আলীসহ সকল সরকারি বেসরকারি কমর্কর্তা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম সহ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় বিগত পাঁচ বছরে ফুলছড়ি উপজেলায় পুষ্টি সুশাসন প্রতিষ্ঠায় সঙ্গ প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রম এবং প্রকল্পের সাথে সরকারের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের ক্ষেত্রে সহযোগিতামূলক সকল কার্যক্রম পর্যালোচনা করা হয়।
উল্লেখ্য যে, সঙ্গ প্রকল্প ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে কর্ডএইড ও আরডিআরএস বাংলাদেশ কর্তৃক কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ছয়টি উপজেলায় ১৮টি ইউনিয়নে সকল শ্রেণীর পেশার মানুষের সাথে নিয়ে মা ও শিশুর পুষ্টির উন্নয়নে কাজ করছে।
কর্মশালায় কর্ডএইড এর নিউটিশন গভর্নেন্স এডভাইজার জনাব মনিরুজ্জামান মুকুল ও টেকনিক্যাল অফিসার আরফিনা আক্তার উপস্থিত ছিলেন। এতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর সৈয়দ মাহবুবার রহমান হীরক।