ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি ►
গাইবান্ধার ফুলছড়িতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়ােজনে ইউরােপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং সাসটেইনড অপারচুনিটিস ফর নিউট্রিশন গভর্নেন্স (সঙ্গ) প্রকল্পের সহযােগিতায় বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাে.আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা.সেলিম রেজা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ, কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালু, গজারিয়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলী খান, সঙ্গ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সৈয়দ মাহবুবার রহমান হীরক, টেকনিক্যাল অফিসার আরফিনা আকতার, শিক্ষক শামসুল হক আকন্দ প্রমুখ।
কর্মশালায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। সঙ্গ প্রকল্পটি গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার ৬টি উপজেলার ১৮টি ইউনিয়নের ১ লক্ষ ২৮ হাজার পরিবারের মা ও শিশুদের পুষ্টি ও সুশাসন নিয়ে কাজ করছে।