Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৭-১০-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৩১

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ঐক্য আন্দোলন। আজ শুক্রবার (২৭ অক্টোবর) জুমার নামাজের পর শহরের বড় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবারও বড় মসজিদে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল আমেরিকাসহ পশ্চিমা রাষ্ট্রগুলোর আসকারা পেয়ে ফিলিস্তিনের মুসলিমদের হত্যা করছে। যা ইতিহাসে নিন্দনীয় হয়ে থাকবে। পশ্চিমাদের জরুরিভিত্তিতে ইসরায়েলকে সহযোগিতা বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনের ওপর গণহত্যা, জুলুম, নির্যাতন বন্ধ করতে হবে। জাতিসংঘসহ মুসলিম দেশগুলোকে ইসরাইলের ওপর যুদ্ধ বন্ধ করার চাপ সৃষ্টি করতে হবে। এজন্য সারা বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধভাবে তীব্র প্রতিরোধ গড়ে তুলে তাদের প্রতিহত করার আহবান জানান বক্তারা।

সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের গাইবান্ধা জেলা সভাপতি মাওলানা আবদুল মাজেদ, সহ-সভাপতি মাওলানা ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক মওলানা মুফতি আল আমিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad