Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২০-১০-২০২৩, সময়ঃ বিকাল ০৫:২৩

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

স্বাধীনতাকামী নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলের নৃশংস বর্বর হামলা ও নির্বিচারে গণহত্যার প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আজ শুক্রবার (২০ অক্টোবর) জুমার নামাজের পর শহরের জিআরপি মোড় শহীদ স্মৃতি অম্লান চত্বরে সমবেত হয়ে মিছিল বের করা হয়। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উক্ত স্থানেই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে নেতৃত্ব দেন সংগঠনটির নীলফামারী জেলা সভাপতি আলহাজ্ব গুলজার আহমেদ আশরাফী। তাঁর সভাপতিত্বে ও সৈয়দপুর পৌর সাধারণ সম্পাদক খালিদ আজম আশরাফীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন গাউসীয়া মসজিদের ইমাম হাফেজ মাওলানা রেজওয়ান আল ক্বাদরী আল জিলানীসহ কয়েকটি মসজিদের ইমাম ও সংগঠনের নেতৃবৃন্দ। 

এসময় তাঁদের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য বলেন, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রকৌশলী এস এম রাশেদুজ্জামান ও জাতীয় পার্টির নীলফামারী জেলা কমিটির সহ সভাপতি আলহাজ্ব সিদ্দিকুল আলম।

বক্তারা বলেন, মুসলমানদের অনৈক্যের সুযোগেই আজ সামান্য ৮০ লাখ ইহুদী সারা দুনিয়ার কোটি কোটি মুসলমানের উপর কর্তৃত্ব করছে। আমরা ঈমানদার দাবী করলেও প্রকৃতপক্ষে সঠিক ঈমানী জজবা চেতনা লালন ও পালন করিনা। তাই আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাই বোন, শিশু বৃদ্ধ নারীদের অকাতরে মেরে ফেলছে দখলদার ইসরায়েল। তারপরও আমরা ইসরায়েলী পণ্য বর্জণ করার মত ন্যুনতম ত্যাগের নমুনা দেখাতে পারছিনা। 

তারা বলেন, সময় এসেছে সকল ভেদাভেদ ভুলে মুসলিমরা সমবেত হয়ে ইহুদি পণ্য বর্জন করাসহ সামর্থ্যমত প্রতিবাদ জানানো। মুসলিম বিশ্বের প্রতি সেই আহ্বান রেখে তারা অনতিবিলম্বে অনৈতিক যুদ্ধ বন্ধের দাবী জানান এবং নাহলে জীবন দিয়ে জেরুজালেমের পবিত্র মাটি থেকে অভিশপ্ত ইহুদিদের বিতাড়িত করতে প্রয়োজনে ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়িয়ে লড়াই করার অঙ্গিকার ব্যক্ত করেন। সেই সাথে নিহতদের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad