দিনাজপুর প্রতিনিধি ►
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে উল্লেখ করে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে সে স্বপ্ন আমাদের পূরণ করতে হবে। শিক্ষিত হওয়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করতে হবে।
সোমবার রাতে দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান দিনাজপুর ইনস্টিটিউট আয়োজিত বিশিষ্ট ক্রীড়াবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুর রৌফ চৌধুরী’র স্মরণে ২য় ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৩ এর চূড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিন এ কথা বলেন ।
দিনাজপুর ইনস্টিটিউট এর সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ পিপি-সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিচুর রহমান, চিকিৎসক স্বাধীনতা পুরষ্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ আমজাদ হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলতাফুজ্জামান মিতা, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম।
চুড়ান্ত খেলা মাঠে বসে উপভোগ করার পর প্রধান অতিথি নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
খেলা পরিচালনা কমিটির আহবায়ক মোঃ রায়হানুল ইসলাম এর সার্বিক পরিচালনায় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী দল হিসেবে চ্যাম্পিয়ন হয় আহম্মদ স্পোটিং ক্লাব এবং রানার্স আপ হয় মর্নিং সান রংপুর ক্লাব।
স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন রফিক ও মাশরাফি এবং রানার্স আপ হয় তাহা ও সিফাত। উন্মুক্ত পুরুষ দলের চ্যাম্পিয়ন হয় বন্ধু কল্যাণ সংস্থা দিনাজপুর জেল রোড ও রানার্স আপ হয় বাবা ট্রেডার্স। সঞ্চালকের দায়িত্ব পালন করেন একেএম মেহেরুল্লাহ বাদল।