সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের ধুনিয়ারকুড়া গ্রামে জমি নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুরে। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হন্তান্তর করা হয়েছে। অন্যাদের পুলিশ পাহারায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা চলছে।
জানা গেছে, দীর্ঘদিন ওই গ্রামের জাহাঙ্গীর হোসেনের সাথে রেজাউল ইসলামের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এনিয়ে থানায় এবং আদালতে মামলা চলমান রয়েছে। এরই এক পর্যায়ে শুক্রবার জাহাঙ্গীর মিয়ার লোকজন জমি জবর দখল করতে গেলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এতে রেজাউল ইসলাম, সাবিহা বেগম, হায়দার আলী, সাগর মিয়া, সাকিব মিয়া, শারমিন বেগম, জাহাঙ্গীর হোসেন, জয়নব বেগম, ফরমান আলী, কছর আলী আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। আহতদের মধ্যে রেজাউল ইসলাম, সাবিহা বেগম, হায়দার আলী রংপুর হাসপাতালে এবং অন্যারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
থানার ওসি কে এম আজমিরুজ্জামান জানান, পুলিশ পাহারায় আহতদের চিকিৎসা চলছে। পরস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।