Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২-৫-২০২৩, সময়ঃ বিকাল ০৩:০৭

পুলিশ কনষ্টেবল বাছাইকৃত প্রার্থীদের প্রশিক্ষন কেন্দ্রে প্রেরণের বিদায় সংবর্ধনা

পুলিশ কনষ্টেবল বাছাইকৃত প্রার্থীদের প্রশিক্ষন কেন্দ্রে প্রেরণের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক  ►

বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনষ্টেবল (টিআরসি) পদে ১২০ টাকায় নিয়োগপ্রাপ্ত বাছাইকৃত প্রার্থীদের মৌলিক প্রশিক্ষণ প্রদানের জন্য প্রশিক্ষণ কেন্দ্রে প্রেরণের নিমিত্তে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবার সকালে পুলিশ লাইন্স ড্রিল সেডে মোট ৮৯জন কনষ্টেবলকে ট্রেনিং গমনের জন্য সমবেত করে মিষ্টি মুখ ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে ৩টি বাসযোগে ৬ মাসের জন্য বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। সাথে অভিভাবকদেরকেও মিষ্টিমুখ ও শুভেচ্ছা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার কামাল হোসেন।

এর মধ্যে ৭৪ জন পুরুষকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমি ও ১৫ জন নারীকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে প্রেরন করা হয়। বিদায়কালে তারা অশ্রুসিক্ত হয়ে পরে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কনষ্টেবল প্রার্থী শারমিন আক্তার, সুমি আক্তার, শ্রাবন হোসেন শাওন, সাব্বির মিয়া, অভিভাবকদের মধ্যে আবু বকর সিদ্দিক।

উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল ধ্রুব জ্যোতির্ময় গোপ, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস আবু লায়েচ মো: ইলিয়াস জিকু, গাইবান্ধা ট্রাফিক অফিসার ইনচার্জ নূর আলম সিদ্দিক, ইন্সপেক্টর হেলাল উদ্দিন ও অভিভাবকবৃন্দসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad