Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৫-৩-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৩৪

পীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

পীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ►

রংপুরের পীরগঞ্জে সুন্দর ও দ্রুততম হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ী শেখ হাসিনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ব্যাগ বিতরণ করা হয়েছে। 

বুধবার আনুষ্ঠানিকভাবে বিজয়ী শিক্ষার্থীদের স্কুল ব্যাগ হাতে তুলে দিয়ে পুরস্কৃত করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ স ম রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সুন্দর ও দ্রততম হাতের লেখার প্রশিক্ষক হারুন অর রশিদের সঞ্চালনায় সরকারি শাহ্ আব্দুর রউফ কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ শহিদুল ইসলাম পাশা, বাংলাদেশ শিক্ষক সমিতি বাশিস পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আনোয়ারুল ইসলাম মান্নু, সাধারণ সম্পাদক আবু আজাদ বাবলু, ভীমশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল্লাহেল গালেব, নীল দরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মশিউর রহমান প্রমুখ বক্তৃতা করেন। উল্লেখ্য, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাবেক সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ব্যাক্তিগত উদ্যোগে সুন্দর ও দ্রুততম হাতের লেখা প্রতিযোগিতা চলমান রয়েছে।

বুধবার বিজয়ী শেখ হাসিনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩শ’৫০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী মুন্নি আক্তার, নবম শ্রেণীর আফরোজা আকতার, কেয়া আক্তার, জান্নাতুল মাওয়া, রহিমা আক্তার ও সাদিয়া সুলতানাসহ অনেকে ব্যাগ প্রাপ্তিতে উচ্ছাস প্রকাশ করে বলেন,  বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যারের কাছ থেকে আমরা ব্যাগ পেয়ে খুবই খুশি।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad