Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৮-৫-২০২৩, সময়ঃ বিকাল ০৩:২৩

পীরগঞ্জে ভেকু পুড়ে দেয়ার ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি

পীরগঞ্জে ভেকু পুড়ে দেয়ার ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি

পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি ►

রংপুরের পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নে নলেয়া খাল খননকাজে ব্যবহৃত স্ক্যালভেটর(ভেকু) পুড়ে দেয়ার ঘটনায় অজ্ঞাতনামা আসামী করে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেছে সংশ্লিষ্ট ভেকু মালিক ও ঠিকাদারী প্রতিষ্ঠান।

গত ২৬ মে মানিকগঞ্জের শিবালয় এলাকার জনৈক সুরুজ মিয়া বাদী হয়ে ওই মামলা দায়ের করেন। এতে উল্লেখ করা হয়,গত ১৯ মে তারিখে ঠিকাদারী প্রতিষ্ঠান নওগাঁ জেলার পোরসা উপজেলার ইসমাইল হোসেনের সাথে দৈনিক খননের চুক্তিতে পীরগঞ্জে এসে নলেয়া খাল খনন কাজ শুরু করা হলে স্থানী বেশ কিছু লোকজন বাঁধা দেয়।

এদের বাধা উপেক্ষা করে নদী খননকাজ করা হলে গত ২৪ মে রাতে সংঘবদ্ধ দুর্বৃত্তরা ৪৯ লাখ টাকা মুল্যের ভেকুটি তে আগুন দেয়। গভীর রাত হবার কারনে লোকজনের অভাবে আগুন নেভানোর আগেই ভেকুটি ভস্মীভ’ত হয়। স্থানীয় প্রবীনরা জানান, বৃটিশ আমলের খরস্রােতা নদী কালক্রমে মরা নদীর রুপ নেয়ার সুযোগে স্থানীয় কিছু টাউট প্রকৃতির লোক ভুমি অফিসের কতিপয় অসৎ কর্মকর্তার যোগমাজোসে নদীর জমি নিজেদের নামে রেকর্ড করে নেয়।

এরপর দীর্ঘদিন ধরে তারা চাষাবাদ করে আসছে। ফলে বর্তমানে ওই জমিগুলো নিজেদের বলে দাবি করছেন। এদিকে ভরাট হওয়ায় আশপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে বর্ষা ও শুস্ক ২ মওসুমেই নদী সংলগ্ন জমিগুলো অনাবাদী থাকছে বছরের পর বছর ধরে। হালে সরকার মরা খাল-নদী খননের উদ্যোগ নিয়েছে। সেই কর্মসুচির অংশ হিসেবে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ পীরগঞ্জ উপজেলার নলেয়া নদী খনন কাজ হাতে নেয়।

গত বছর সাড়ে পাঁচ  কিঃ মিঃ নদী খনন করা হয়েছে। এ বছরও প্রায় ২ কিঃ মিটার নর্দী খনন কাজ শুরু হয়েছে। এদিকে স্থানীয় বিএনপি নেতা মৌলভী হাফিজার রহমান ও হাসেম আলীর নেতৃত্বে খনন কাজ বন্ধ করে দেয়া হবে মর্মে প্রতিশ্রুতি দিয়ে নদী সংলগ্ন জমি মালিকদের কাছে ৫’শ হতে ২ হাজার টাকা হারে চাঁদা তুলে ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। এরপর তারা কিছু সংখ্যক লোক নিয়ে দায়সারা ধরনের মানববন্ধনসহ নানা ধরনের কর্মসুচি পালন করে। যার অংশ হিসেবে খননযন্ত্র পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। এর আগে মধ্য এপ্রিলে বরেন্দ্র কর্তৃপক্ষ কাজ তদারকীতে এলে বিএনপি নেতা হাফিজার ও তার লোকজন মারধর করে  মোবাইল ও ক্যামরা ভাংচুর করে।

ওই ঘটনায় ৪ জনকে আসামী করে পীরগঞ্জ থানায় গত ১৭ এপ্রিল পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলাতেও মৌলভী হাফিজার রহমানকে প্রধান আসামী করা হয়। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) পীরগঞ্জ জোন রংপুর অফিস জানায়,'ভূ-উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে বৃহত্তর রংপুর জেলায় সেচ সম্প্রসারণ “প্রকল্পের অধীনে পীরগঞ্জ উপজেলায় প্রায় সাড়ে নয় কোটি টাকা ব্যয়ে ৩০ টি প্যাকেজে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করেছে। এর ধারাবাহিকতায় আব্দুল মজিদ মিয়ার ঠিকাদারী প্রতিষ্ঠান কার্যাদেশ পাবার পর ১ দশমিক ৯৭০ কিলোমিটার নলেয়া নদী খনন কাজ শুরু করলে স্থানীয় লোকজন ঘটনার আগে বুধবার দিনের বেলায় খনন কাজে বাঁধা দেয়।

পরদিন গভীর রাতে খননকৃত যন্ত্রে আগুন ধরিয়ে দেয়া হয়। বিএমডিএর পীরগঞ্জ জোন এর উপ-সহকারী প্রকৌশলী আবু সুফিয়ান জানান, যেহেতু ঠিকাদারি প্রতিষ্ঠানের মাল পুড়ে গেছে, এক্ষেত্রে ঠিকাদারি প্রতিষ্ঠান আইনগত ব্যবস্থা নেবেন। খবর লেখা পর্যন্ত এ ব্যাপারে থানায় মামলা অভিযোগ দেয়া হলেও মামলা রেকর্ড বা ঘটনার সাথে জড়িত কেউই গ্রেফতার হয়নি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad