পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ►
রংপুরের পীরগঞ্জ থানার ওসির বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা বানোয়াট ও পরিকল্পিত ভিডিও প্রকাশের প্রতিবাদে উপজেলা সদরে মানববন্ধন করা হয়েছে।
শনিবার দুপুরে পীরগঞ্জের সর্বস্তরের জনগনের ব্যানারে উদ্যোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য,সাম্প্রতিক সময়ে সংঘবদ্ধ বালু ব্যাবসায়ী ওসির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে। রাতারাতি ফুটেজকটি ভাইরাল হয়ে যায়। পুলিশ প্রশাসন ভাইরাল হওয়া ফুটেজের জের ধরে রংপুরের পুলিশ সুপার পীরগঞ্জ থানার ওসি মোঃ জাকির হোসেনকে গত ২৪ এপ্রিল রংপুর পুলিশ লাইনে ক্লোজড করেন।
এ ঘটনায় গোটা উপজেলায় সর্বসাধারনের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। দুপুর ১২ টা হতে ১ টা পর্যন্ত ঘন্টা ব্যাপী পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে মহিলা কলেজ থেকে গুলশান মোড় পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ফিরোজ আলম.মেহেদী হাসান সাগর,আসাদুজ্জামান সবুজ,সোহেল ,শফিক প্রমুখ। বক্তাগন পুরো বিষয়টিকে কতিপয় বালু ব্যাবসায়ীর ষড়যন্ত্র আখ্যা দিয়ে অবিলম্বে ওসিকে পুনর্বহালের দাবি জানান।