Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২১-৯-২০২৪, সময়ঃ বিকাল ০৪:২৪

পাহাড়-সমতলে আদিবাসীদের নিরাপত্তা ও শান্তি নিশ্চিতের দাবি

পাহাড়-সমতলে আদিবাসীদের নিরাপত্তা ও শান্তি নিশ্চিতের দাবি

নিজস্ব প্রতিবেদক►

রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে আদিবাসীদের ওপর হামলা, ঘরবাড়ি-দোকানপাট ও বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাংচুরের প্রতিবাদে গাইবান্ধায় সংহতি সমাবেশ হয়েছে।  

জেলা শহরের গানাসাস মার্কেটের সামনে আজ (শনিবার, ২১ সেপ্টেম্বর) বিকেলে এ সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। 

আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, সামাজিক সংগ্রাম পরিষদ ও জনউদ্যোগ, গাইবান্ধা এই সমাবেশের আয়োজন করে।

এসময় বক্তারা বলেন, “সমতলে ও পাহড়ে আদিবাসীরা বাংলাদেশের সাথে থেকেই স্বাধীন দেশের নাগরিক হিসেবে নিজেদের অধিকার নিয়ে বাঁচার অধিকার আছে। বিভিন্ন সময় ভূমিদস্যু ও সন্ত্রাসীরা আদিবাসীদের জমি দখল করছে, তাদের ওপর শারিরীক ও মানসিক নির্যাতন করছে। আদিবাসী-বাঙালিসহ সব জাতি, ধর্ম, লিঙ্গের মানুষকে শ্রদ্ধার সঙ্গে দেখা প্রতিটি ব্যক্তির নৈতিক দায়িত্ব। বাংলাদেশের সমৃদ্ধময় সাংস্কৃতিক, ধর্মীয় এবং জাতিগত বৈচিত্র্যময়তার সুদীর্ঘ ঐতিহ্য রয়েছে।”

সম্প্রীতির মন্ত্রে দীক্ষিত হয়ে জনগণকে উজ্জীবিত করতে হবে জানিয়ে বক্তারা বলেন, “সম্প্রতি বিভিন্ন স্থানে পাহাড়ের ও সমতলের আদিবাসীদের ওপর হামলা, মাজারে হামলা, মন্দিরে হামলা, নারীকে হেনস্তা, ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে মানুষ হত্যা আমাদেরকে ব্যথিত করেছে। সারাদেশে আদিবাসী জনগোষ্ঠী মানবাধিকার এবং জীবন মানের সার্বিক দিক দিয়ে আজও নানাভাবে বঞ্চিত এবং সে কারণেই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর থেকে পিছিয়ে পড়া অবহেলিত জনগোষ্ঠী হিসেবে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে চিহ্নিত।”

বক্তারা অবিলম্বে পাহাড়ের ও সমতলের আদিবাসীদের প্রতি সকল হামলা, লুটপাট ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে বিচারের দাবি জানান। সেইসঙ্গে আদিবাসী জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতেরও দাবি জানান বক্তারা।

সাহেবগঞ্জ বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আদিবাসী বাঙালী সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, জনউদ্যোগ জাতীয় কমিটির সদস্য সচিব তারিক হোসেন মিঠুল, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ ও জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবির, আদিবাসী নেত্রী প্রিসিলা মুরমু, মানবাধিকার কর্মী অঞ্জলী রানী দেবী, সাঁওতাল নেত্রী সুচিত্রা মুর্মু তৃষ্ণা ও ভূমি উদ্ধার কমিটির নেতা ময়নুল ইসলাম প্রমুখ। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad