Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২১-৯-২০২৪, সময়ঃ বিকাল ০৩:২৫

পাহাড়ি জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

পাহাড়ি জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক►

সারাদেশে সংগঠিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং পাহাড়ি জনগোষ্ঠীর ওপর হামলা, অগ্নিসংযোগ লুটপাট ও হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন। 

এসময় বক্তারা দ্রুত এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতি সংস্থার (গানাসাস) সামনে থেকে আজ (শনিবার, ২১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ বিক্ষোভ মিছিল বের করে দলটির নেতাকর্মীরা। শহরের বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি আসাদুজ্জামান মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, “হাজারো ছাত্র-জনতার শহীদী আত্মদান এবং প্রায় ২৫ হাজার মানুষের পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে গেল ৫ আগস্ট ফ্যাসিবাদী হাসিনা সরকার উৎখাত হয়েছে। গুম-খুন-বিচার বহির্ভুত হত্যা বন্ধসহ গনতান্ত্রিক ব্যাবস্থা প্রতিষ্ঠার দাবি ছিল আন্দোলনকারীদের অন্যতম দাবি। কিন্তু দুঃখজনক হলেও সত্য বর্তমানে যারা দেশ শাসন করছে তাদের প্রায় একমাস সময়কালের মধ্যেই যৌথ বাহিনীর অভিযানের নামে কয়েকজনকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। ঢাবি, জাবিসহ দেশের বিভিন্ন এলাকার বেশ কয়েকজন মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এইসব হত্যাকাণ্ড ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাবিরোধী। আমরা অবিলম্বে বিচারবহির্ভূত সকল হত্যাকান্ডের যথাযথ তদন্তসহ প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাই।”

নেতৃবৃন্দ পাহাড়ে সংগঠিত সংঘর্ষ-হামলা-অগ্নিসংযোগ ও হত্যার ঘটনার তিব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বলেন, “এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার এবং তাদের বিচার করতে হবে। দীর্ঘদিন ধরে কার্যত পাহাড়ে সেনাশাসন চলছে, কোন গনতান্ত্রিক রাষ্ট্রে এটা কোনোভাবেই গ্রহনযোগ্য হতে পারেনা। আমরা অবিলম্বে পাহাড় থেকে সেনাবাহিনী প্রত্যাহার করে পাহাড়ি জনগোষ্ঠীর যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানাই।”

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য জাহিদুল হক, ওয়ারেস মন্ডল রাংগা ও শামিম আরা মিনা। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad