Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৪-২-২০২৩, সময়ঃ বিকাল ০৫:২৭

পলাশবাড়ী অবৈধ ইটভাটা বন্ধের জন্য অভিযান অব্যাহত

পলাশবাড়ী অবৈধ ইটভাটা বন্ধের জন্য অভিযান অব্যাহত

আবুল কালাম আজাদ, পলাশবাড়ী ►

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় অবৈধ ইটভাটাগুলো বন্ধের জন্য অভিযান অব্যাহত থাকলেও নতুনভাবে তৈরি হচ্ছে ইটভাটা। এ নিয়ে জনমনে ব্যাপক প্রশ্নের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এখনও ৮৫/৮৬ ভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এ কারণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষির উপর ব্যাপক জোর দিয়েছেন। তিনিও ঘোষণা করেছেন ১ ইঞ্চির জমিও ফেলে রাখা যাবেনা। চলতি ইরি-বোরো চাষে সার, বীজ, রবি শষ্যের বীজ সহ বিভিন্ন বীজ কৃষদের মধ্যে প্রনোদনা হিসেবে দিয়েছেন। সে তুলনায় রবি শষ্য চাষও হয়েছে প্রচুর। যেখানে প্রশাসন অবৈধ ইটভাটা বন্ধের জন্য অব্যাহত রেখেছে সেখানেই কৃষি জমির উপর ইটভাটা করা হচ্ছে।

মহাসড়ক সহ যেসব স্থানে কৃষি জমি, আবাসিক, স্কুল-কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পার্শ্বে ইটভাটা গড়ে উঠেছে ইতিমধ্যে প্রশাসনের নজরে এনে বন্ধের অভিযান চলছে। অথচ গড়ে ওঠা ভাটা গুলো যুগ যুগ ধরেই চলছে। সম্প্রতি কয়েকটি অবৈধ ইটভাটায় লাখ লাখ টাকা জরিমানা আদায়সহ ভাটা বন্ধের জন্য মুচলেকা নেয়া হয়েছে। তার পরেও বন্ধ হচ্ছেনা ইট তৈরির ভাটা।

একটি ইটভাটায় কমপক্ষে ১৮/২০ বিঘা জমি ব্যবহৃত হয়। ব্যবহৃত সব জমিই তিন ফসলী কৃষি জমি। এতে শুধু কৃষি জমিরই ক্ষতি হয়না, রাস্তা-ঘাট, ব্রীজ-কালভাট সহ বিভিন্ন ফলজ ও বনজ গাছেও ব্যাপক ক্ষতিসধিত হয়। পলাশবাড়ী উপজেলা সদরের বৈরী হরিণমারী গ্রামে সাবেক এমপি মরহুম তোফাজ্জল হোসেন সরকার ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকারের বাড়ীর পিছনে পশ্চিম-দক্ষিণে একটি নতুন ইটভাটা নির্মাণের প্রস্তুতির কাজ চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার বেশ কয়েক জানান, মোটা অংকের টাকা দিয়ে কৃষকের কাছ থেকে জমি নেয়া হয়েছে। পার্শ্বে একটি কৃষকের জমিতে সেচ দেওয়ার জন্য সেচ পাম্প চালু রয়েছে। অন্য কৃষকরা ভাটা তৈরি হলে সেচ পাম্পটি দিয়ে পানি সরবরাহের বিঘœ ঘটতে পারে বলে আশংকা প্রকাশ করছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad