মাধুকর ডেস্ক►
পলাশবাড়ীতে যুবলীগ নেতা মারুফ হোসেন চৌধুরীকে নিয়ে ফেসবুকে বাজে মন্তব্য করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। এলাকাবাসীর আয়োজনে আজ রবিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন- সাবেক সেনা সদস্য শোয়েব চৌধুরী, ব্যবসায়ী জাকির হোসেন, সুলতান মিয়া, আব্দুল রাজ্জাক, সুজন মিয়া, জাহিদ মিয়া, সোহাগ মিয়া প্রমুখ। এছাড়াও মানববন্ধনে ওই এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশত মানুষ উপস্থিত ছিলেন।