Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২-১০-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৩২

পলাশবাড়ীতে মাধ্যমিক স্তরের শিক্ষকদের নতুন কারিকুলাম মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ

পলাশবাড়ীতে মাধ্যমিক স্তরের শিক্ষকদের নতুন কারিকুলাম মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ

পলাশবাড়ী প্রতিনিধি

পলাশবাড়ী উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের সকল বিষয়ের শিক্ষকদের নতুন কারিকুলাম মূল্যায়ন বিষয়ক ইনহাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

পৌরশহরের পলাশবাড়ী এসএমবি উচ্চ বিদ্যালয় ও কলেজের বঙ্গবন্ধু কর্ণার রুমে আজ সোমবার (২ অক্টোবর) দিনব্যাপী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের প্রশিক্ষক অনুষ্ঠিত হয়। ১০ দিনের প্রশিক্ষণে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম নকিবুল হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আলমগীর হুসেন, এসএমবি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মমিনুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে পৌরশহরের এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, বঙ্গবন্ধু বালিকা উচ্চ বিদ্যালয়, এসএমবি উচ্চ বিদ্যালয় ও কলেজের ৩ দিন করে এবং পিয়ারী পাইলট উচ্চ বিদ্যালয় ও আলমাগাছী বিএম উচ্চ বিদ্যালয়ে ১দিন করে এগারোটি বিষয়ে ১১ দিনব্যাপী প্রশিক্ষণ অংশ নেন। শিক্ষাক্রমের বিষয়গুলো হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, জীবন ও জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, শিল্প সংস্কৃতি, স্বাস্থ্য সুরক্ষা, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্ম।   

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম নুকিবুল হাসান জানান, নতুন কারিকুলাম মূল্যায়ন বিষয়ক ইনহাউজ শীর্ষক প্রশিক্ষণ সম্পন্ন হচ্ছে। অনুষ্ঠিত প্রশিক্ষণে অর্জিত জ্ঞানের আলোকে শিক্ষকবৃন্দ তাঁদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাঠদান করবেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad