পলাশবাড়ী প্রতিনিধি ►
পলাশবাড়ী উপজেলায় পশুহাটে অতিরিক্ত হাসিল আদায়ের অপরাধে দুজনকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় উপজেলার বেতকাপা ইউনিয়নের মাঠের বাজার পশুহাটে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এসএম ফয়েজ উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাঠের বাজার পশুহাটে দীর্ঘদিন ধরে সরকারি দর গরু ৪০০ টাকা ও ছাগল ১৫০ টাকার স্থলে কয়েকগুণ বেশি হাসিল আদায় করা হচ্ছিল। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত হাটে অভিযান পরিচালনা কর। এ সময় অভিযোগের সত্যতা মেলায় দুই হাসিল আদায়কারীকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফয়েজ উদ্দিন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।