Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৪-৮-২০২৩, সময়ঃ বিকাল ০৪:০৪

পলাশবাড়ীতে জমি নিয়ে দ্বন্দের জেরে প্রাণ গেল একজনের

পলাশবাড়ীতে জমি নিয়ে দ্বন্দের জেরে প্রাণ গেল একজনের

পলাশবাড়ী পৌর প্রতিনিধি►

গাইবান্ধার পলাশবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই আব্দুল মোত্তালিব (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এক নারীসহ গুরুতর আহত হয়েছেন উভয়পক্ষের ৮ জন। এ ঘটনায় পুলিশ ১ নারীসহ ৪ জনকে আটক করেছে।

আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে পৌরশহরের ব্র্যাকমোড় মহেশপুর গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পলাশবাড়ী পৌরশহরের ব্র্যাকমোড়ের অদূরে মহেশপুর এলাকায় ফোরলেন মহাসড়ক নির্মাণ কাজে একটি অংশে আধা শতাংশ জমি অধিগ্রহণ করা হয়। অধিগ্রহণকৃত জমি দু'পক্ষই মালিকানা দাবি করেন। এ নিয়ে প্রাথমিকভাবে তাদের মধ্যে বাক-বিতন্ডতার সূত্রপাত হয়।

ঘটনার দিন সকালে উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ ঘটে। এ সময় মহেশপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোত্তালেব হোসেন (৪৫) ঘটনাস্থলেই নিহত হয়।

গুরুতর আহতরা হলেন, নিহতের ছোট ভাই মোবাইদুল হক (৩৫) ও আরিফ হোসেন (৩০)। প্রতিপক্ষের আহতরা হলেন একই গ্রামের সৈয়দ আলীর ছেলে আঃ মান্নান (৪৭), একরামুল হক (৩৭) ও রাশেক মোজাহিদ (১৫) ছাড়াও আহত আঃ মান্নানের স্ত্রী রশিদা বেগম (৪৫)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় প্রতিপক্ষের এক নারীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় এক নারীসহ ৪ জনকে আটক করা হয়েছে। প্র্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad