পলাশবাড়ী পৌর প্রতিনিধি►
পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে সনাতন হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালন সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
এ সময় সার্বিক আইন শৃংখলা বিষয়ে দিক নির্দেশনা মুলক বক্তব্য দেন থানার অফিসার আরজু মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি বাবু নির্মল মিত্র,সাধারণ সম্পাদক দিলিপ চন্দ্র সাহা,পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল ইসলাম পাতা, রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, প্রেসক্লাব পলাশবাড়ীর সভাপতি মন্জুর কাদির মুকুল, উপজেলা কৃষি অফিসার ফাতেমা কাওসার মিশু প্রমূখ।
সভায় সর্বসম্মতিক্রমে সনাতন হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে পৌর শহরের পলাশবাড়ী কেন্দ্রীয় কালি মন্দির হতে একটি শোভাযাত্রা সকাল ১১ টায় বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ শেষে পুনরায় কালি মন্দিরে গিয়ে শেষ হবে। এরপর তাদের নিজ নিজ ধর্মীয় রীতিনীতি অনুযায়ী ধর্মীয় কার্যক্রম পালন করবে।