পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি►
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড পলাশবাড়ী শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।
‘গাছ লাগিয়ে যত্ন করি-সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এ স্লোগান নিয়ে প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে এ বৃক্ষরোপন কর্মসূচী অংশ হিসেবে পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজ প্রাঙ্গণ, জামালপুর গ্রামের পলাশবাড়ী উলুমুদ্দীন কওমী মাদ্রাসা এবং উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বড় শিমুলতলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন জাতের গাছের চারা রোপন এবং বিতরণ করা হয়।
এ সময় আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড শাখা ব্যবস্থাপক মো. কামরুল আহসান, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আরাফাতুল ইসলাম, পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া, গোলাম আজম, মোশাইদুল ইসলাম, প্রদর্শক হামিদুল ইসলাম, বড় শিমুলতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাফ্ফর রহমান সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।