Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১০-৮-২০২৪, সময়ঃ বিকাল ০৪:০৭

পদত্যাগ করলেন প্রধান বিচারপতি

পদত্যাগ করলেন প্রধান বিচারপতি

মাধুকর ডেস্ক►

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ ছয় বিচারপতি পদত্যাগ করেছেন। আজ (শনিবার, ১০ আগস্ট) দুপুর ২ টার দিকে তারা পদত্যাগপত্র জমা দেন।

প্রধান বিচারপতির পদত্যাগপত্র আইন মন্ত্রলালয়ে পৌঁছেছে। সব প্রক্রিয়া শেষ করে তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন আশফাকুল ইসলাম।

এর আগে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাথে কথা বলে সন্ধ্যার মধ্যে পদত্যাগের কথা জানিয়েছিলেন প্রধান বিচারপতি। রাষ্ট্রপতির সঙ্গে আলাপ করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলেও জানিয়েছিলেন।

অন্যদিকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট চত্বরে সকাল ১১ টা থেকে অবস্থান করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষার্থীরা দুপুর ১টার মধ্যে বিচারপতির পদত্যাগের আল্টিমেটামও দেন।

শিক্ষার্থীরা বলেন, ‘আমরা চাই না হাসিনার দোসরা হাইকোর্ট থেকে গোপন নথি সরিয়ে ফেলুক। পদত্যাগপত্র হাতে না আসা পর্যন্ত আমরা শিক্ষাচত্বর ছাড়বো না।’

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad