Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩০-৫-২০২৩, সময়ঃ সকাল ০৯:৩৩

পঞ্চগড়ে চোর চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ২

পঞ্চগড়ে চোর চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ২

পঞ্চগড় সংবাদদাতা ►

পঞ্চগড়ে রাতের আঁধারে বাড়ি থেকে দুই লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৩ ভরি স্বর্ণালংকার ও নগত ছয় লাখ টাকা চুরির ঘটনায় দায়ের করা মামলায় চোর চক্রের মূলহোতাসহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি সাংবাদিকদের জনান পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা। এর আগে শুক্রবার দিনগত রাতে পঞ্চগড় সদরের জগদল বাজার (১ নম্বর অমরখানা ইউনিয়ন) এলাকায় মাসুদ রানার বাড়িতে এ চুরির ঘটনাটি ঘটে।

গ্রেপ্তাররা হলেন- চোর চক্রের মূলহোতা জগদল বাজার এলাকার মৃত কালু মিয়ার ছেলে তাজুল ইসলাম ওরফে তাইজি (৩২) ও দশমাইল বাজার মুহুরীজোত এলাকার শহিদুল ইসলামের ছেলে হাসান (৩০)। গ্রেপ্তারের পর তাইজির দেওয়া তথ্য মতে তার বাড়ি থেকে চুরি যাওয়া টাকার মধ্যে ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান বলেন, চুরির মামলার পর আমাদের পুলিশ টিম তৎপর হয়। মামলার একদিনের মাথায় মূলহোতাসহ দুই আসামিকে গ্রেপ্তার করতে আমরা সম হই। এর সঙ্গে জড়িত অপর আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad