Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩০-৭-২০২৩, সময়ঃ বিকাল ০৩:৩০

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গোবিন্দগঞ্জে সিপিবির বিক্ষোভ

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গোবিন্দগঞ্জে সিপিবির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক►

নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন, নির্বাচন ব্যবস্থার সংস্কার, নিত্যপণ্যের দাম কমানো, পল্লী রেশনিং ব্যবস্থা চালু, শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিত করার দাবিতে গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

দলটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার (৩০ জুলাই) বেলা ১১টায় এ কর্মসূচি পালন করা হয়।  

সিপিবির উপজেলা সভাপতি অশোক আগরওয়ালার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল মামুন মোবারকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিটির সদস্য আব্দুল্যাহ আদিল নান্নু, গোবিন্দগঞ্জ উপজেলা সিপিবির সাবেক সভাপতি মেহেরুল ইসলাম বাবলু, কৃষক নেতা রঞ্জু মিয়া, শেখ সায়েদ আলী, শাহানাজ নূপুর, যুবনেতা রাজু আহম্মেদ প্রমুখ।

বক্তারা বলেন, মানুষের ভোটাধিকার, বাক-স্বাধীনতা হরণকারী বর্তমান সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। দেশকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছে। দ্রব্যমূল্যের কষাঘাতে জনগণের নাভিশ্বাস উঠেছে। এরমধ্যেই আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। অগণতান্ত্রিকভাবে আবারও ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে তারা। এর বিরুদ্ধে সংগ্রাম জোড়দার করতে হবে এবং একই সাথে ভোট ও ভাতের অধিকার আদায়ের সংগ্রাম করতে হবে এবং দ্বিদলীয় বৃত্তের বাইরে বাম বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলার লড়াই জোরদার করতে হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad