নিজস্ব প্রতিবেদক►
আন্তর্জাতিক নারী দিবসে গাইবান্ধায় দিনব্যাপী পণ্য মেলা হয়েছে। আজ শুক্রবার (৮ মার্চ) সকাল থেকে শহরের পৌরপার্কে এ মেলা অনুষ্ঠিত হয়।
‘উইমেন ই-কমার্স ট্রাস্ট’ নামে গাইবান্ধার নারী উদ্যোক্তাদের সংগঠন এই মেলার আয়োজন করে।
মেলায় স্থান পায় মোট ২১টি স্টল। যেখানে রয়েছে পোশাক, হাতের কাজ করা বিছানার চাদর, নকশিকাঁথা, বাটিক-বুটিকের থ্রিপিস, পাঞ্জাবি, কুষণ-কভার, নিজেদের তৈরী আচার, পিঠার দোকানসহ রকমারি নানা পন্য।
এতে অংশ নেয়া নারী উদ্যোক্তারা হলেন- ফাতিহা হ্যান্ডিক্রাফট এর লিজা, জাভিয়ানস এক্সক্লুসিভ এর সিলভিয়া, ইয়ামিন বুটিক অ্যান্ড ক্রিয়েশন এর পারুল, লুবনাস ক্রিয়েশন এর লাবনি, সারিমস ক্রাফট এর সোহানা, হক ফুড কর্নার এর ফারহানা হক, এম আর কালেকশন এর রাফিয়া, মিম হ্যান্ডি ক্রাফট এর হোসনে আরা, সিনথিয়া মার্ট এর শিল্পী, আশাস বেকিং এন্ড কুকিং হাউজের আশা, অর্থিস কিচেন এর লাভলি, বুবু ক্রাফট এর জান্নাতুল মোফলেছা মনি, মৌ এন্টার প্রাইজের মৌ, কবিতা বুটিক এর মাহফুজা খাতুন কবিতা, আপন কারুলয় বুটিকস এর মাহমুদা লিপি, সাথি;স স্বপ্ন এর সাথি, ত্রৈশৈলী এর ফাহমিদা সুলতানা, মেরাজ বুটিকস এর রোজি, দোয়েল বুটিকস জোন এর মুশতারী পারভিন দোয়েল, তন্নী উইমেন্স হাউস এর তন্নী এবং পিএইচ অর্গানিক হেনা বাজারের পাখী হাওলাদার।
উইমেন্স ই-কমার্স ট্রাস্ট এর জেলা প্রতিনিধি পারুল আকতার জানান, প্রতিমাসে তারা মিটিং করেন এবং যে কোনো বড় উৎসবে ও দিবসে তারা সকলে এই ধরনের মেলায় স্টল দিয়ে অংশগ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় তারা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মেলার আয়োজন করেছে।
ফাতিহা হ্যান্ডিক্রাফট এর লিজা বলেন, আন্তর্জাতিক নারী দিবস মানে নারীদের ন্যায্য অধিকার আদায়ের দিন, নারীদের আর্থিকভাবে সক্ষমতা অর্জনের জন্য এই দিবসের গুরুত্ব অপরিসীম। তাই নারীদের এগিয়ে আসতে হবে কর্মক্ষেত্রে এবং এই মেলার মধ্য দিয়ে গাইবান্ধার নারীরা আরো উৎসাহিত হবে বলে তিনি প্রত্যাশা করেন।