নওগাঁ প্রতিনিধি►
নওগাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও ক্ষতিকর রং মেশানোসহ বিভিন্ন অভিযোগে একটি বেকারি মালিকের জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
আজ মঙ্গলবার (৮ আগস্ট) সদর উপজেলার চকরামচন্দ্র এলাকায় ইফাত বেকারিতে এই অভিযান চালানো হয়। এ সময় বেকারির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক রুবেল আহমেদ।
তিনি জানান, এদিন ওই বেকারিতে অভিযান চালানো হয়। এ সময় স্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি ও খাবারে ক্ষতিকর রং মেশানোর প্রমাণ পাওয়া যায়। এছাড়াও যেসব বেকারি পণ্য প্যাকেটজাত করা হচ্ছে সে সব পণ্যর প্যাকেটে কোন তারিখ ছিল না। খাবারে মাছি পড়ে ছিল। এ সমস্ত অপরাধে ওই বেকারির মালিলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কাজ না করতে সতর্কও করা হয়। অভিযানের সময় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।